নগর যুবলীগের সম্মেলনঘিরে নিচ্ছিদ্র নিরাপত্তা নজরদারি

সম্মেলন ঘিরে চট্টগ্রামে উজ্জীবিত যুবলীগ 🇧🇩🇧🇩
দীর্ঘদিন পর চট্টগ্রামে যুবলীগের সম্মেলন হচ্ছে আজ সোমবার নগরীর পাঁচলাইশ এলাকার দি কিং অব চিটাগং কমিউনিটি সেন্টারে ।সকাল থেকে মিছিলসহ নেতা কর্মিরা আসছে নগর যুবলীগের সম্মেলন ঘিরে চট্টগ্রামে উজ্জীবিত যুবলীগ নেতাকর্মীরা।
নগর যুবলীগের সম্মেলনকে ঘিরে সবধরনের উশ্ছৃঙ্খলতা- নাশকতা ঠেকাতে নগরজুরে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে রয়েছে, সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্হার নজরদারিসহ তল্লাশি চৌকি বসানো, পেট্টোল টিম ও পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী সন্দেহভাজনদের তল্লাশি কার্যক্রম করছেন। নগরী ও জেলায় সাজসাজ রব। সম্মেলনস্থল ও আশপাশের এলাকাগুলো ছেয়ে গেছে নানা রঙের পোস্টার, ব্যানার ও তোরণে। তিন ইউনিটে সভাপতি-সাধারণ সম্পাদকের ৬টি পদে হতে চলেছে তীব্র প্রতিযোগিতা। পদপ্রত্যাশীরা কমিটিতে কাঙ্ক্ষিত পদটি নিশ্চিত করতে ধরনা দিচ্ছেন আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় এবং স্থানীয় সিনিয়র নেতাদের দ্বারে দ্বারে। নানা কায়দায় আদায় করতে চাইছেন তাদের সমর্থন। তবে সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে কমিটি নির্বাচিত হবে, নাকি পরে কেন্দ্র থেকে ঘোষণা করা হবে-তা এখনো নিশ্চিত নয়।সরাসির ভোটে কমিটি করার বিধান থাকলেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই পথে না গিয়ে কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হতে পারে। সে কারণে পদপ্রত্যাশীরা কাউন্সিলরদের চেয়ে সিনিয়র নেতাদের দৃষ্টি আকর্ষণ করতেই বেশি ব্যস্ত হয়ে উঠেছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে সম্মেলনস্থল থেকেই সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হতে পারে বলেও জানা গেছে।