নগরীর বহদ্দারহাটস্থ আর.বি. কনভেনশন হলে ত্রাণ সামগ্রী প্যাকেটিং কার্যক্রম পরিদর্শন ও খোঁজখবর নেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন ।সুনামগঞ্জে বন্যা দুর্গত এলাকায় ত্রান বিতরণের জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ এর কাফেলা মানবিক সেবা কর্মসূচির আওতায় বৃহত্তর সিলেটের বন্যার্ত মানুষের সাহায্যার্থে ২য় দফা ত্রাণ রওনা দিয়েছেন। ২৭শেজুন রবিবার পরিদর্শনকালে মুহাম্মদ মহসিন বলেন, মানবিক সেবা কর্মসূচিতে কর্মীদের আত্মনিবেদন প্রশংসনীয়। তিনি গাউসিয়া কমিটির মানবিক সেবার সকল কর্মসূচিতে আনজুমান ট্রাস্টের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে উল্লেখ করে দেশের সরকারী-বেসরকারী সকল প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং সিলেটে সহযোগিতার জন্যে বাংলাদেশ সেনাবাহিনী ও এবারের ত্রাণের জন্যে চাউলসহ নগদ অর্থ সহায়তার জন্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের প্রতি কৃতজ্ঞতা-মোবারকবাদ জানান। চাল, ডাল, তেল, আলু, চিনি, চিড়া, মুড়ি, বিস্কুট, মিনারেল ওয়াটার, খেজুর, লুঙ্গী, গামছা, মোমবাতি, কাপড়-চোপড়, প্রয়োজনীয় ওষুধ সমেত পঁচিশ টনেরও অধিক ওজনের দুটি বড় কাভার্ডভ্যান করে এ ত্রাণ নেয়া হচ্ছে।
এসময় গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার, যুগ্ম-মহাসচিব ও মানবিক সেবা কর্মসূচির প্রধান সমন্বয়ক এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার।
এ সময় উপস্থিত ছিলেন্ব মুহাম্মদ কমর উদ্দিন সবুর, মুহাম্মদ তাজকীর আহমদ, আজিজুল হক চৌধুরী, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, হাবিব উল্লাহ মাস্টার, আহসান হাবীব চৌধুরী হাসান, মুহাম্মদ এরশাদ খতিবী, মাওলানা মুহাম্মদ ইলিয়াছ কাদেরী, মাওলানা মনির উদ্দীন সোহেল, মুহাম্মদ হাসান, মুহাম্মাদ ইমতিয়াজ উদ্দিন, মেহের আলি মামুন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, জালাল উদ্দীন মানিক, মুহাম্মদ সাগির আলম প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি।