এই পোশাককে ভালো কাজের সুযোগ হিসেবে নিতে চাই(সিএমপি) কমিশনার

শনিবার (২৩ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে (সিএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, নাগরিকদের কাছে যেতে হলে অবশ্যই সাংবাদিকদের সহযোগিতা লাগবে কারণ নাগরিকদের বিশেষ প্রতিনিধি হলেন সাংবাদিক। তাই আগামীতে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন নতুন সিএমপি কমিশনার।

পুলিশ কমিশনার আরো বলেন, এই উপমহাদেশে ১৮৬১ সাল থেকে কাজ করছে পুলিশ। বর্তমান আইজিপি পুলিশের অপরাধ নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি জোর দিয়েছেন। আমরা এই মাত্রা শূন্যে আনার জন্য কাজ করছি। একইসঙ্গে মাদক নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেওয়া হয়েছে। জনগণের সেবা করতে হলে পুলিশকে অবশ্যই পেশাদার এবং মানবিক আচরণ করতে হবে। এর মাধ্যমে পুলিশভীতি দূর করে জনগণের আস্থা অর্জন করতে হবে।

নব নিযুক্ত এই সিএমপি কমিশনার বলেন, সিএমপি’র ১৬ টি থানায় মাসে গড়ে পাঁচ শতাধিক মামলা হয়। পুলিশের মাসিক অপরাধ দমন বৈঠকে কোন থানায় কতটি মামলা হলো, তা নিয়ে আলোচনা হয়। কিন্তু মামলা বেশি-কমে জনগণের কিছু যায় আসে না। মূল কথা হচ্ছে, পুলিশের কাজ মানুষের পছন্দ হতে হবে। সিঙ্গাপুর-ইংল্যাণ্ডে আমরা বেড়াতে গেলে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারি। কিন্তু আমাদের শহরে এখনো নির্বিঘ্নে ঘুরতে পরি না। সেই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। ধন্যবাদ জ্ঞাপন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএফইউজে’র সভাপতি শহীদ উল আলম এবং সিইউজে’র সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম।

এ সময় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের সিনিয়ার সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহ সভাপতি অনিন্দ্য টিটো, বিএফইউজে’র সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, প্রথম আলোর বার্তা সম্পাদক ওমর কায়সার, কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, আমাদের সময়ের ব্যুরো প্রধান হামিদ উল্লাহ, দেশ টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ প্রমুখ।