সুলভ মূল্যে চাল নিতে সীমাহীন দুর্ভোগ মানুষের দীর্ঘ লাইন

খোলাবাজারে ওএমএস’র চাল বিক্রি কর্মসূচি শুরুর প্রথম দিনে সকাল থেকে নগরী ও জেলার প্রতিটি ট্রাক সেল পয়েন্ট এবং প্রতিটি ডিলারের দোকানে সাধারণ মানুষের দীর্ঘ লাইন লেগেছিল।অভিযোগ করে বলেন দীর্ঘক্ষণ লাইনে থেকে ও চাল পাবো কিনা জানিনা দীর্ঘ লাইনে মানুষের তুলনায় বরাদ্ধ খুবই কম। তার উপর মানুষের রীতিমতো যুদ্ধে জয় করা সুলভ মূল্যে চাল নিতে পারা। এ জন্য বরাদ্ধ ও ট্রাক সেল পয়েন্ট বাড়নো দরকার মানুষের দূর্ভোগ কমাতে দীর্ঘ লাইন।
এই কর্মসূচির আওতায় নগরীর ১৯ ডিলারের দোকানে এবং ১৪টি খোলা ট্রাকে ৬৬ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে। এ ছাড়াও চট্টগ্রামের প্রতিটি উপজেলা ও পৌরসভার ৫৭টি ডিলার কেন্দ্রে ২ মেট্রিক টন করে ১১৪ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে।নগরীতে ১৪টি ট্রাকে ২৮ মেট্রিন টন চাল বিক্রিসকালে নগরীর বেশ কয়েকটি ট্রাক সেল পয়েন্টে গিয়ে দেখা গেছে, প্রতিটি ট্রাকের সামনে কেজি ৩০ টাকা কেজি দামে চাল কিনতে সাধারণ মানুষের দীর্ঘ লাইন। একজন ভোক্তা প্রতিটি ট্রাক থেকে ৩০ টাকা দামে ৫ কেজি ওএমএসের চাল ক্রয় করতে পারছেন। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক