১২০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল চসিক

দেশ মাতৃকাকে রক্ষা করতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ১২০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
সোমবার সকালে নগরের থিয়োটার ইনস্টিটিউট চত্বরে এ সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন।

মুক্তিযুদ্ধে ভারতের বিভিন্ন অবদান স্মরণ করে সিটি মেয়র বলেন, ভারত-বাংলাদেশের বন্ধুত্ব চির অম্লান। কারণ দুর্দিনে ভারতই আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। এক কোটি মানুষকে আশ্রয় দেন। বাংলাদেশি যুবকদের সশন্ত্র ট্রেনিংয়ের ব্যবস্থা করে। অস্ত্রের ব্যবস্থা করে দিয়েছিল। মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর জোয়ানরা অংশ নিয়েও সেদিন যুদ্ধ করেছিল। যেসব ভারতীয় জোয়ান শহীদ হন তাদেরও শ্রদ্ধাভরে স্মরণ করছি।চট্টগ্রামের ১২০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল সোমবার সকালে নগরের থিয়োটার ইনস্টিটিউট চত্বরে এ সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন।

মুক্তিযুদ্ধে ভারতের বিভিন্ন অবদান স্মরণ করে সিটি মেয়র বলেন, ভারত-বাংলাদেশের বন্ধুত্ব চির অম্লান। কারণ দুর্দিনে ভারতই আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। এক কোটি মানুষকে আশ্রয় দেন। বাংলাদেশি যুবকদের সশন্ত্র ট্রেনিংয়ের ব্যবস্থা করে। অস্ত্রের ব্যবস্থা করে দিয়েছিল। মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর জোয়ানরা অংশ নিয়েও সেদিন যুদ্ধ করেছিল। যেসব ভারতীয় জোয়ান শহীদ হন তাদেরও শ্রদ্ধাভরে স্মরণ করছি।বক্তব্য দেন ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন আহম্মদ চৌধুরী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহম্মদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার একে এম সরোয়ার কামাল, বীর মুক্তিযোদ্ধা ও গবেষক ডা. মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরী ও চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে ও সচিব খালেদ মাহমুদের সঞ্চানলনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, প্যানেল মেয়র আফরোজা কালাম, কাউন্সিলর জহর লাল হাজারী,