আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই বাজিমাৎ করেছে টাইগাররা।
আয়ারল্যান্ডের সংগ্রহ ৩০ ওভারে ১৫৫ রান করে।১৮৩ রানে উড়িয়ে দিলো টাইগাররা
উদ্বোধনী জুটিতে বাংলাদেশের দেয়া ৩৩৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড ভালোই জবাব দিতে থাকে।এ জুটিতে পঞ্চাশ পাড়ি দেওয়ার পর ধস নেমেছে আয়ারল্যান্ডের ইনিংসে
টসে হেরে ব্যাটিং পেলেও শুরু থেকেই ফরমে ছিলো বাংলাদেশ টিম। আট উইকেটে ৩৩৯ রানের টার্গেট দেয় সাকিবরা। শেষ পর্যন্ত এই রানের পাহাড় ধাওয়া করতে নেমে ১৫৫ রানেই অলআউট হয় আয়ারল্যান্ড।
ব্যাটিংয়ে সাকিবের ৯৩ এবং হৃদয়ের ৯২ রান হয়তো হৃদয় ভেঙেছে খেলা পাগল বাঙালীন, তবে এটুকু নিশ্চিতভাবেই বলা যায় এই দুই উউকেটের উপার্জনে ভর করেই বড় টার্গেট দিতে পেরেছিল টাইগাররা। ম্যাচে শুরুতেই তিন উইকেট হারানোর ঠিক পরপরই পর হাল ধরেছিলে সাকিব আল হাসান। তবে ক্যারিয়ারের ৫৩তম হাফ সেঞ্চুরির পর সেঞ্চুরির আশা জাগিয়ে বিদায় নেন তিনি। এরপর তৌহিদ হৃদয়কে সাথে নিয়ে হাল ধরেন মুশফিকুর রহিম। তৌহিদও ফিরেছেন সেঞ্চুরির দোরগোড়া থেকেই। তবে এজন্য দু:খ নেই, কারণ তার সংগ্রহের রানও বিরাট ভরসা হয়ে দাঁড়িয়েছিল পুরো টিমের জন্য।
প্রথম ইনিংস এর শেষভাগে একে একে উইকেট হারালেও ততক্ষণে বড় স্কোর ফেলেছে টাইগাররা। আট উইকেট হারিয়ে টার্গেট দেয়
৩৩৯ রানের।
এই রানের পাহাড়কে ধাওয়া করতে নেমে ৩০ ওভার ৫ বলে মাত্র ১৫৫ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড দল।