কালবৈশাখী ঝড়ের আশঙ্কা থেকেই যায়

আবহাওয়া সূত্র জানান, কালবৈশাখী ঝড়ের আশঙ্কা থেকেই যায় বাংলাদেশ। আগামী দু-এক দিনে এর প্রভাব বাড়তে পারে। আগামী ২২ মার্চ পর্যন্ত কালবৈশাখী ঝড়ের প্রবণতা থাকবে।এছাড়া বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ সময় রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস।
যদিও এ মুহূর্তে ঝড়ের কোনো সতর্কবার্তা নেই অধিদফতরের ওয়েবসাইটে, তবে আবহাওয়াবিদরা বলছেন, সতর্কবার্তা না থাকলেও কালবৈশাখীর আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না।