আসন্ন জাতীয় নির্বাচনের ভোট প্রস্তুতি নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) বৈঠক শুরু হয়েছে।শনিবার (৪ অক্টোবর) সকালের বৈঠকে আমন্ত্রিত ২২টি দলের মধ্যে অংশ নিয়েছে। বিএনপি ও সমমনা দলগুলোর বর্জনের মধ্যেই ইসির সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগসহ ১৩ দল। এর মধ্যে রয়েছে আলোচিত তৃণমূল বিএনপি, এনডিএম ও গণফোরামের একাংশ।। আওয়ামী লীগের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন দলের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান সহ ডক্টর সেলিম মাহমুদ। প্রত্যেক দল থেকে দুজন করে প্রতিনিধি পাঠাতে ইসির অনুরোধ ছিলো। বিকালে বৈঠকে আরও ২২টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ওই সভায় সভাপতিত্ব করেন ও নির্বাচন কমিশনাররা ওই সভায় উপস্থিত রয়েছেন।
নির্বাচনের প্রস্তুতি রাজনৈতিক দলগুলোর মতামত জানানোর জন্য আওয়ামী লীগ ও বিএনপিসহ ৪৪টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য চিঠি দিয়েছে ইসি।
নির্বাচনের প্রস্তুতি রাজনৈতিক দলগুলোর মতামত জানানোর জন্য আওয়ামী লীগ ও বিএনপিসহ ৪৪টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য চিঠি দিয়েছে ইসি।