এক দুই তিন আজ ৭ই নভেম্বর বন্যার শুভ জন্মদিন
অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দুরে,
মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে,
দুঃখ বেদনাগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে,
অসীম সুখ বয়ে আসুক
তোমার জীবন জুড়ে
তোমার জন্মদিনে সুস্থতায় শুদ্ধতায় ফিরে আসুক আজকের দিনটি। আলোকিত হয়ে নিজে তুমি, আলোকিত কর পৃথিবীকে।
প্রিয় মানুষ গুলোকে পরিবারের সকলকে নিয়ে সুন্দর উচ্ছল দিনে ভালোথেকো+সুস্থথেকো+বেচেথাকো আজীবন ভালোকাজের মাধ্যমে সকলের হৃদয়ে। শুভ জন্মদিনে ❤❤অভিনন্দন » শুভ কামনায় বসুন্ধরা সাংস্কৃতিক ও সমাজিকসংগঠন চট্রগ্রামের খবর ও আলোর কণ্ঠ পরিবার
~ ~