আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেন মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। আজ সোমবার (৬ নভেম্বর) দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয় চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি -জামায়াত চক্রের দেশব্যাপী অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে এবং জনগণের জানমাল রক্ষায় শান্তি ও উন্নয়ন সমাবেশ তিনি আরো বলেন দেশে নির্বাচন আসছে।তাদের বন্ধু ইজরাইলে পথে হটকারী কর্মসূচী অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যায় বিএনপি এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। অতীতে তারা কীভাবে অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা করেছে তা পূণরায় জনগণ দেখেছে। তাই জনগণ বিএনপির ডাকে এখন আর সাড়া দিচ্ছে না। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে আমরা প্রস্তুত রয়েছি বলে তিনি মন্তব্য করেন।এতে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিনের সভাপতিত্বে , অনুষ্ঠিত সভায় সাবেক সফল মেয়র ও মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা এতে অংশ নেন।
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে
স্বাধীনতাবিরোধী পরাজিত শক্তি ও দেশ বিরোধীচক্র বাংলার মাটি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টায় লিপ্ত। আমাদের কষ্টার্জিত স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করার পাতারা করছে “স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি ইহুদীচক্র, সাম্প্রদায়িক গোষ্ঠী ।
উন্নয়ন ও গণতন্ত্রবিরোধী অপশক্তি এখনও নানাভাবে চক্রান্ত-ষড়যন্ত্র করে যাচ্ছে।”
এই অপশক্তির যেকোনো অপতৎপরতা-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য সব সময় প্রস্তুত থাকতে সকলকে আহ্বান নানান ।
মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্হিত ছিলেন নগর নেতৃবৃন্দ এছাড়া থানা ও সাংগঠনিক ওয়ার্ডসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।