সারাদেশ থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ ও ব্লাড মুন একসঙ্গে দেখা

আজ বুধবার ( ২৬ মে)সারাদেশ থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যায় তবে মেঘলা আকাশে চলে লুকোচুরি খেলা। । গ্রহণটি ওইদিন বাংলাদেশ সময় বিকেল ৫টা ৯ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে শেষ হয়। একসঙ্গে দেখা যাবে চন্দ্রগ্রহণ (Lunar eclipse) ও ব্লাড মুন (Blood Moon)। বিরল এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে আরও একটি দুর্লভ মহাজাগতিক দৃশ্য দেখার। চন্দ্রগ্রহণ চট্টগ্রামে সন্ধ্যা ৬টা ৩২ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে সন্ধ্যা ৭টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হয়।ঢাকায় সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে শুরু হয়ে শেষ সন্ধ্যা ৭টা ৫১ মিনিট ১৮ সেকেন্ডে। ময়মনসিংহে সন্ধ্যা ৬টা ৪২ মিনিট ৪২ সেকেন্ডে শুরু হয়ে শেষ হয় ৭টা ৫৩ মিনিটে। চন্দ্রগ্রহণের সঙ্গে একই সন্ধ্যায় সুপার ব্লাড মুন ( Super blood moon) দেখা যাবে । আর এই ব্লাড মুন হল চলতি বছরের রাতের আকাশে দেখতে পাওয়া সবথেকে বড় চাঁদ। নাসার ( NASA) মতে, বছরের যে সময়ে চাঁদ পৃথিবীর অনেকটা কাছে অবস্থান করে তখন চাঁদকে দেখতে বড় লাগে। বৈজ্ঞানিক ভাষায় মহাজাগতিক এই দৃশ্যকে ‘সুপার মুন’ (Super Moon) বলা হয়। এছাড়াও আজ আর পাঁচটা দিনের তুলনায় রাতের আকাশে চাঁদকে কিছুটা বড় এবং কালচে লাল রঙের বর্ণে দেখা যায়। জ্যোতির্বিদ্যায় একে ব্লাড মুন বলে (Blood moon) ।
অন্যদিকে আজ একই সঙ্গে দেখা যাবে ‘ফুল মুন’ বা ফ্লাওয়ার মুন ( flower Moon)। ব্লাড মুনের মতোই আজ রাতের আকাশে চাঁদকে স্বাভাবিকের তুলনায় বেশ বড় এবং উজ্জ্বল দেখাবে। এছাড়াও উত্তর গোলার্ধে অর্থাৎ আমেরিকা মহাদেশে এখন বসন্ত কাল বিরাজ করায় নানারকম ফুল ফোটে এবং চাঁদকেও ফুলের মতোই সুদৃশ্য লাগে তাই এই ফ্লাওয়ার মুনকে আবার স্প্রিং মুন’ও (Spring Moon) বলা হয়।