মহান ভাষা আন্দোলন সহ মুক্তিসংগ্রামে জীবন দেয়া বীর শহীদদের শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে ঢল নেমেছিল চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে। শহীদদের প্রতি শ্রদ্ধা-ভালোবাসার ফুলে ফুলে ভরে গেছে শহীদ মিনার রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরের আগেই ভরে উঠে পুরো এলাকা জনশ্রোত।বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, চলছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। একুশের প্রথম প্রহর থেকেই, শহীদ মিনারে রয়েছে হাজারো মানুষের ভিড়।
মা-বাবার হাত ধরে যেমন ছোট্ট শিশু ফুল নিয়ে এগিয়ে আসে, তেমনি মানুষের ঢল দেখে শহীদ মিনারের সামনে গিয়ে নত মস্তকে দাঁড়ান।এসময় শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে উঠে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ
» শ্রদ্ধার ফুলে ভরে গেছে শহীদ মিনার, সর্বস্তরের মানুষের ঢল Alorkantho24 news Live
» শ্রদ্ধার ফুলে ভরে গেছে শহীদ মিনার, সর্বস্তরের মানুষের ঢল Alorkantho24 news Live