সবাই স্বাস্থ্যবিধি মানলে রক্ষা পাবে দেশ :খোরশেদ আলম সুজন

রাশিয়ার সঙ্গে টিকা উৎপাদনের চুক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশাল কূটনৈতিক সাফল্য বলে মত প্রকাশ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সুজন।মঙ্গলবার রাশিয়ার অনারারি কনসাল স্থপতি আশিক ইমরানের সাথে প্রেসক্লাবস্থ তার দফতরে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অন্যতম মিত্রশক্তি হিসেবে আবির্ভূত হন রাশিয়া। বর্তমানেও বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া। ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে যৌথভাবে করোনাভাইরাসের টিকা উৎপাদনের জন্য চুক্তি সই করেছে বাংলাদেশ। এর ফলে করোনাভাইরাসের টিকা পেতে বাংলাদেশকে আর কারো মুখাপেক্ষী হতে হবে না। বাংলাদেশের জনগণ সহজেই দেশে উৎপাদিত টিকা গ্রহণ করতে পারবে। আর এতে করে বাংলাদেশ দ্রুততম সময়ে করোনার সংক্রমণ এড়াতে পারবে। এজন্য চট্টগ্রামের জনগণের পক্ষ থেকে রাশিয়ার সরকারকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান সুজন। এর আগে সকাল ১১টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সস্ত্রীক করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নেন সুজন। তিনি দেশব্যাপী পরিচালিত টিকা কার্যক্রমের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুষ্ঠু ব্যবস্থাপনায় সকল জনগণের স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে কোভিডের টিকা প্রদান করা হচ্ছে। এজন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান তিনি। তিনি জনগণকে মাস্ক পরিধান করার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে বলেন, আমরা সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে জীবন ও জীবিকাকে সমন্বয় রেখে বাংলাদেশকে করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা করতে পারবো। এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর এবং চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, প্রফেসর তাহমিনা বেগম, মঈনুল আলম জয় প্রমুখ।