ব্রেকিং নিউজ » হামলার প্রতিবাদে(চমেক) ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

এস আহমেদ ডেক্স প্রতিবেদনঃ (চমেক)ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে ।সূত্র জানায় মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে আহত দুই জনের মধ্যে একজন ইন্টার্ন চিকিৎসক ৫৪তম এমবিবিএস ব্যাচের রানা। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা।
সূত্র জানায় কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। সূত্র জানায় বুধবার, ২৮শে এপ্রিল সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকরা এই প্রতিবাদ শুরু করে। তবে, কর্মবিরতির বিষয়ে অস্বীকার করলে ও আজ দুপক্ষের সাথে বসার কথা জানান সূত্রটি, ছাত্রলীগের একাংশ ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা ও তাদের কাজে বাঁধা দেয়ার অভিযোগ করে ইন্টার্ন চিকিৎসকরা। এ ঘটনার পরপরই কর্মবিরতির ডাক দেয়া হয়।।এর আগে, ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পাঁচজন আহত হয়।