সুবিধা বঞ্চিত দুঃস্হ অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ বায়েজিদ থানা,চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত ৪০০ জন সুবিধা বঞ্চিত দুঃস্হ অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়,ড: মাজহারুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এডভোকেট এ এইচ,এম,জিয়াউদ্দিনের সভাপতিত্বে ও অর্থ উপ পরিষদের সদস্য সচিব মোঃ সালাহ্উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন করোনাকালে বিত্তবানদের দরিদ্রদের পাশে দাঁড়ানো ঈমানী দায়িত্ব পবিত্র রমজান মাস এবার করোনার ছোবল কবলিত হলেও ধর্মীয় ও মানবিক মাহাত্ম্য ম্লান হয়নি, বরং বেড়েছে। তাই রোজাদাররা এবার নিজের আত্মশুদ্ধির পাশাপাশি এবাদত-বন্দেগীতে করোনার ছোবল থেকে পরিত্রাণ এবং মঙ্গলময় স্বাভাবিক ও সুন্দর আগামী জীবনের জন্য প্রার্থনা করতে হবে।
তিনি আরো বলেন, সরকার করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউন দিয়ে কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছে। এতে সমাজের নিম্ন ও প্রান্তিক শ্রেণীর জনগোষ্ঠীর কষ্ট ও দুর্গতি বেড়েছে। তাই সমাজের বিত্তবান মানুষ, শিল্পপতি, প্রতিষ্ঠিত ব্যবসায়ীদেরকে সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকে কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে হবে। ধনী ও বিত্তবানদের ভান্ডারে তাদের হক রয়েছে। এই বোধ থেকে দুর্যোগকালে তাদের পাশে দাড়ানো ঈমানী দায়িত্ব। এসময় আরো উপস্হিত ছিলেন নগর শাখার যুগ্ম আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব জনাব সালাউদ্দিন আহম্মেদ, কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফরিদ আহম্মদ সা: সম্পাদক ইয়াকুব চৌধুরী,আনোয়ারুল ইসলাম বাপ্পী,তসলিম উদ্দিন, হেলাল উদ্দিন,,আবদুর রশীদ লোকমান,আজিজ মিছির,আবদুল কুদ্দুস বাপ্পী,মোহাং নাজিম উদ্দীন, মাসুদ আলম,মকসুদ আলী,রুবেল আহমেদ বাবু,নুরুজ্জামান,বাহার,শামশুদ্দিন বাদল,সোহেল,রফিক,তানভীর সহ মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন