রুহিয়ায় আগাছা নাশক বিষ স্প্রে করে পাটক্ষেত ধ্বংস

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রুহিয়ায় রাতের আধারে আগাছা নাশক বিষ স্প্রে করে পাটক্ষেত ধ্বংসের অভিযোগ উঠেছে সৈয়দ আলী ড্রাইভার(৬০) ও আইনুল হক (৫০) এর বিরুদ্ধে। ২৯ এপ্রিল মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, রুহিয়া থানাধীন মাধবপুর মলানি পাড়া গ্রামে আব্দুল হান্নানের ১একর পরিমান জমিতে লাগানো পাট নষ্ট করে দেয়। একই এলাকার মোঃ সুলতান আলীর ছেলে সৈয়দ আলী ড্রাইভার, ও ভৈষালু এর ছেলে আইনুল হক।
অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুল হান্নান উক্ত জমি চাষাবাদ করতে গেলে সৈয়দ আলী ড্রাইভারের বাহিনী বরাবরই বাধা ও প্রাণ নাশের হুমকি দেয়। তারা আরো বলেন, তোমার সমস্ত ফসল নষ্ট করে দিব, পরিবারের কাউকে একা পেলে হত্যা করে লাশ গুম করিয়া দিব। এ ব্যাপারে সাজ্জাদ হোসেন বলেন, এই জমি হান্নান দীর্ঘ ১০থেকে ১২ বছর ধরে শান্তিপূর্ণ ভাবে চাষাবাদ করে আসছে, কিন্তু কিছু দিন পূর্বে কতিপয় সন্ত্রাসী হান্নান কে জমি চাষাবাদ এর সময় হুমকি ধামকি দিয়েছে বলে আমরা শুনেছি। সে আরও বলেন, এই মহামারী করোনা কালিন সময়ে আগাছা নাশক বিষ দিয়ে পাট ক্ষেত ধ্বংস করার মত ঘটনা যারা ঘটিয়েছে প্রশাসনের কাছে তাদের দ্রিষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, জমি চাষাবাদের সময় ড্রাইভার, আইনুল সহ ৩/৪ জন মিলে হুমকি ধামকি দিয়েছে আমরা দেখেছি। এর আগে ড্রাইভার ও তার ছেলে শহরের কতিপয় সন্ত্রাসী নিয়ে এলাকায় জমি দখলের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে আমরা দেখেছি কিন্তু প্রতিবাদ করার মত সাধ্য আমাদের নেই। তবে রাতের আঁধারে কারা আগাছ নাশক দিয়ে পাট ক্ষেত নষ্ট করেছে আমরা কিছু দেখিনি।

ঢোলার হাট ইউপি চেয়ারম্যান বলেন, পাটক্ষেত নষ্টের কথা আমি শুনেছি কিন্তু এখনো কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এব্যাপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: মোবাশ্বেরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আগামীতে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রনোদনা পূর্নবাসন দেওয়া হবে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্র রঞ্জন রায় জানান, আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহণ করা হবে।