বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন থেকে আটক ৪ জন

আজ শনিবার (০১ মে)নাপোল ইমিগ্রেশন ভবনের সামনে থেকে চার জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। আজ বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট চালিয়ে তাদের গ্রেফতার করে।

সূত্রে জানান,বেনাপোল আন্তঃজেলা ট্রাক,ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন বেনাপোল শাখার সাধারণ সম্পাদক জাবের ও তার সাথে থাকা আরও তিনজনকে আটক করা হয়।

শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী ভূমি) মিথিলা শারমিন জানান, প্রশাসনের কাছে অভিযোগ আসে করোনা কালিন সময়ে বহিরাগতরা বিভিন্ন পরিচয়ে ইমিগ্রেশন ভবনে গিয়ে যাত্রীদের জিম্মী করে নানান হয়রানি করছে। আজ ইমিগ্রেশনে অভিযান চালিয়ে চার জনকে আটক করা হয়েছে। পরে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়।