চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বর্তমানে পৃথিবীর প্রায় ১৬ কোটি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন বলে বিভিন্ন জার্নালে প্রকাশ পেয়েছে। এই মহামারী করোনার হাত থেকে রক্ষা পেতে হলে সমাজের সকল স্তরের মানুষকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। একমাত্র সম্মিলিত ঐক্যের মাধ্যমেই করোনা যুদ্ধে জয়ী হওয়া সম্ভব।
আজ ২ মে কাতালগঞ্জ সরকারি প্রাইমারি স্কুল প্রাঙ্গনে সবুজ হোটেল এন্ড রেস্টুরেন্ট আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সবুজ হোটেল এন্ড রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মো শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সদস্য বেলাল আহমদ,মো ইসা, আওয়ামী ওলামা নেতা আনসারুল হক,আমিনুল হক রঞ্জু, মোজাহেরুল ইসলাম, আবুল খায়ের বাচ্চু,মো ইলিয়াস, শাহেদুল আজম শাকিল, মঞ্জুরুল আনোয়ার মান্নান, রফিকুল ইসলাম, মোস্তাক আহমেদ টিপু, মুজিব ইমরান বিপ্লব, কায়সার আহমেদ, নিশান ইলাহিসহ সংশ্লিষ্ট নেতাকর্মী উপস্থিত ছিলেন।