ফয়েজ আহমেদ ডেক্স প্রতিবেদনঃ রবিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে গণপরিবহন চালু করার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন। মানববন্ধনে যোগ দেন সংগঠনের শতাধিক সদস্য।
চট্টগ্রাম অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ বলেন, স্বাস্থ্যবিধি মেনে আমরা গণপরিবহন চালাতে চাই। এই লকডাউনে আমরা কোনো সরকারি আর্থিক সাহায্য পাইনি। এভাবে চলতে থাকলে পরিবার নিয়ে পথে বসা চাড়া আর কোনো উপায় থাকবে না। শ্রমিক নেতারা বলেন, ঈদকে সামনে রেখে দোকানপাট খুলে দেওয়া হলেও গণপরিবহন বন্ধ করে রাখা হয়েছে। এতে হাজার হাজার পরিবহন শ্রমিক অর্থকষ্টে মানবেতর জীবন যাপন করছে। তাদের সরকারি কোনো সংস্থা থেকেও কোনো রকম সহায়তা করা হচ্ছে না। ফলে পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ জীবন কাটছে অনেক পরিবহন শ্রমিকের।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম ও সিলেট বিভাগের সভাপতি মৃণাল চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. মূছা, সাধারণ সম্পাদক অলি আহমদ, কার্যকরী সদস্য রবিউল মাওলা, কেন্দ্রীয় অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন নেতা শফিকুর রহমান, যুগ্ম সম্পাদক মো. সোলাইমান, হাসান মোল্লা প্রমুখ।