এস,আহমেদ ডেক্সঃ মঙ্গলবার, ৪ মে দেশের ৮ বিভাগের জেলাগুলোতে মধ্যরাতে কালবৈশাখী ঝড়-বৃষ্টি বয়ে যায় রাত ২টায় ঘনঘোর মেঘমালা, বিজলী চমকানি আর বজ্রের গর্জনে স্বস্তির বৃষ্টিপাত হয়েছে। চট্রগ্রাম ঢাকা সহ চাপাইনবাগঞ্জ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের জেলাগুলোতে মঙ্গলবার রাতে কালবৈশাখী ঝড়ের তান্ডবে গাছপালা ঘরবাড়ি সহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাতের সংবাদ জানান আমাদের প্রতিনিধিরা। ঝড়ে লিচু ও আমের ক্ষতি হয়েছে।২ টার দিকে হঠাৎ আকাশ মেঘমালার ছুটাছুটি হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায়। এরপরই শুরু হয় দক্ষিণ-পশ্চিম দিক থেকে হিমেল দমকা হাওয়া এবং কালবৈশাখী ঝড়। বজ্রপাত চমকে উঠে জনপদ ।এরপর শুরু হয় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত কয়েকদিনের দিনভর তীব্র রোদ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ ছিল জনজীবন।তীব্র দাবদাহে পুড়েছে দেশ অসহনীয় তাপদাহের পর এতে গত দুদিন ধরে প্রত্যাশিত বৃষ্টি হয়েছে। মাসব্যাপী খরা-অনাবৃষ্টি ও অসহনীয় তাপদাহের পর এই প্রত্যাশিত বৃষ্টি ও হিমেল শীতল বাতাসে বিশেষ করে মাহে রমজানে এবং করোনাকালে জনজীবনে স্বস্তি এনে দিয়েছে। বলে জানান