‘ব্রেকিং নিউজ »আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা

সঞ্চিতা সেন গুপ্তা কলকাতা থেকে প্রতিবেদন: বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার (৫ এপ্রিল)বেলা পৌনে এগারটায় রাজভবনে । কলকাতায় দলটির নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে মমতার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যপাল জগদীপ ধনকর শপথ বাক্য পাঠ করাবেন।

নব নির্বাচিত বিধায়করা শপথ নেবেন বৃহস্পতি ও শুক্রবার। আর মন্ত্রিসভার বাকি সদস্যরা শপথ নেবেন শনিবার। করোনা পরিস্থিতির জন্য শপথ অনুষ্ঠান অনাড়ম্বর রাখার সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছেন মমতা। ওই অনুষ্ঠানে মাত্র ২৫ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শপথ অনুষ্ঠানে একাধিক বিরোধী নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন মমতা। আমন্ত্রণ পেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও
রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২১৩টিতে তৃণমূল জয় পেয়েছে, প্রধান বিরোধী হিসেবে বিজেপির ৭৭ জন প্রার্থী জয় পেয়েছেন। দুটি আসনে প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোট স্থগিত রয়েছে।

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তীব্র প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন মমতা।

২০১১ সালের মে মাসে মমতা প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন। এর আগে ৩৪ বছর পশ্চিমবঙ্গ শাসন করেছে বামফ্রন্ট।