চকোরিয়া থেকে হেফাজত নেতা ফয়েজী গ্রেফতার

হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি টিম। আজ ৫মে বুধবার দুপুরে কক্সবাজারের চকরিয়া থেকে তাকে গ্রেফতার করা হয় নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মাসুম।
তিনি জানান, গোপান সংবাদের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া উপজেলার একটি এলাকা থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীকে গ্রেফতার করা হয়েছে। তাকে চট্টগ্রাম ডিবি পুলিশের কার্যালয়ে নেয়া হচ্ছে।

এব্যাপারে জানতে চাইলে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, বিষয়টি আমি অবগত না। আপনার কাছ থেকে শুনেছি। খবর নিচ্ছি।