দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ঝড় বৃষ্টিসহ বজ্রপাত হতে পারে। এ তথ্য নিশ্চিত করেন আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, ঢাকায় মধ্যরাতে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রাতে বা সকালের দিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের আভাস রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের তথ্য বলছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন নেই।