ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ গার্ল-গাইডস স্থানীয় এসোসিয়েশনের উদ্দোগে হতদরিদ্র অসহায় কর্মহীন দেড়’শ মহিলার মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সকালে হাজীপাড়ায় এ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কমিশনার মনোয়ারা বেগম লিলি, স্থানীয় সম্পাদিকা ফোরাতুন নাহার প্যারিস, কোষাধক্ষ্য সালেহা খাতুন, সদস্য, মাহামুদা, আজিজা, মেহেরুন, সালমাসহ আরো অনেকেই।
এদিকে ঈদের আগে সেমাই, চিনি, সুয়াবিন তেল, গুড়া দুধও সাবান উপহার পেয়ে খুশি মহিলারা।
জেলা কমিশনার বলেন, করোনাকালীন সময়ে লকডাউন থাকায় সমাজে অসহায়দের পাশে দাঁড়াতে আমাদের এই প্রয়াস। বিভিন্ন সময়ে আমার গরীব ও অসহায়দের সাহায্য সহযোগিতা করে আসছি।