নিম্নআয়ের প্রতিবেশীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

৯ মে বিকালে নাজির পুল মহল্লা কমিটির উদ্যোগে নিম্নআয়ের প্রতিবেশীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন,
ছোট বেলা থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানব দরদী ছিলেন। সহপাঠিদেরকে নিয়ে গরীব অসহায় মানুষের জন্য চাঁদা তুলতেন। সেই সংগৃহীত অর্থ দিয়ে তিনি গরীবদের সহায়তা করতেন। এই সেবা কর্মকান্ড পরিচালনা করতে গিয়ে অনেক সময় নিজেকেও অভুক্ত থাকতে হয়েছে। কিন্তু মানুষের সেবা থেকে কখনো পিছ পা হননি বঙ্গবন্ধু।। সে আদশ্যে
সমাজে বিত্তবানদের সহায়তায় মহল্লা কমিটির মাধ্যমে যেকোন সেবামূলক কাজে এগিয়ে আসলে পাড়ায় মহল্লায় ধনী গরিব ভেদাভেদ থাকবে না,শান্তি শৃঙ্খলা বজায় থাকবে দেশ ও সমাজ গঠনে ভালো ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহল্লার সাধারন সম্পাদক আবদুল মান্নান ফেরদৌস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাবেক কাউন্সিলর এ এস এম জাফর, মহল্লার কার্যকরি সভাপতি আলহাজ্ব কামাল আহমদ বাবুল, আলহাজ্ব বেলাল আহমদ, রায়হান ইউসুপ, বায়তুর রিজোয়ান মসজিদ’র খতিব মৌলানা মহিবুর রহমান, মহল্লার সহসভাপতি ইলিয়াস মিয়া,আলহাজ্ব মোহাম্মদ ইসহাক,আলহাজ্ব মোহাম্মদ রফিক সওদাগর,সেকান্দর মিয়া, মোহাম্মদ ইসলাম, আবদুল মালেক,ফরিদ আহমদ, আবদুল মতিন, জাহেদ শেখ,মুজিবুর রহমান, মোহাম্মদ আসলাম,মোহাম্মদ ফারুক, ইফতেখার তুহিন,মোহাম্মদ জামাল,সিরাজ মিয়া,রুবেল, রানা,আলবি।
উপস্হিত ছিলেন মহানগর যুবলীগ নেতা দিদার উল্ল্যাহ দিদার,ওয়াহিদুল আলম শিমূল,শাহেদ হোসেন টিটু, কামরুজ্জান কমরু,ইমরান আলী মাসুদ, মাকসুদুর রহমান মাসুদ,ইসমাইল হোসেন শিমূল,মোহাম্মদ নাসির,মহসিন শিমূল,হাসান তারেক, আরমান।