করোনা পরিস্থিতির কারণে ঈদ-উল-ফিতর উপলক্ষে চট্টগ্রামে সকল প্রকার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসন।
মঙ্গলবার (১১ মে) জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ-উল-ফিতর উপলক্ষে চট্টগ্রামে সকল প্রকার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। অপ্রয়োজনীয় ঘোরাফেরা আড্ডাও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সকল ধরনের সমাবেশ, সেমিনার, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড যেমন: মেলা, গানের আসর, ওয়াজ মাহফিল, কমিনিউটি সেন্টার, কনভেনশন হল, বিনোদন কেন্দ্র, পার্ক, পর্যটন স্পট, ক্লাব ইত্যাদি স্থানে সকল প্রকার গণজমায়তে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এই নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।