মঙ্গলবার (১১ মে) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার (১২ মে) ৩০ রমজান পূর্ণ হবে।
আমাদের সৌদি সংবাদদাতা খালিদ জানান, সৌদি আরবের আকাশে মঙ্গলবার চাঁদ দেখা যায়নি এবং ।ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতেও মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বুধবার (১২ মে)দেশটিতে রমজান মাসের শেষদিন এবং বৃহস্পতিবার (১৩ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর সাধারণত বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই বাংলাদেশে বৃহস্পতিবার (১৪ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে
এদিকে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বুধবার (১২ মে) বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠকে ১৪৪২ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।