সৌদি আরব থেকে আমাদের সংবাদদাতা মোঃ খালিদ » বৃহস্পতিবার (১৩ মে) মক্কার গ্র্যান্ড মসজিদে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ঈদ জামাতের মাধ্যমে শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা। করোনার কারণে গত বছর মসজিদগুলোতে ঈদ জামাতের অনুমতি দেয়া না হলেও এবার সীমিত পরিসরে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে মঙ্গলবার (১১ মে) সৌদি আরবের চাঁদ দেখা কমিটির পূর্বনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। ওইদিন দেশটির কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয় সৌদি সরকার।
সৌদি আরব ছড়াও সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিশর, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইনে আজ ঈদ উদযাপন করা হচ্ছে।
এছাড়া, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের সঙ্গে মিল রেখে শেরপুর, চাঁদপুর, দিনাজপুরসহ বাংলাদেশের কয়েকটি স্থানে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।