কবি সাংবাদিক কামরুল হাসান বাদল »
বুলেট-গুলি কাড়ছে প্রাণ
রক্তে ভেসে যাচ্ছে জামা,
বলছি আমি, হারামজাদা
যুদ্ধ থামা যুদ্ধ থামা।
মরছে কেন তা জানা নেই
স্বদেশ কেন হচ্ছে তামা,
ও শুয়োরের বাচ্চারা শোন
যুদ্ধ থামা যুদ্ধ থামা।
Home শিল্প সাহিত্য হারামজাদা যুদ্ধ থামা যুদ্ধ থামা » সাম্প্রতিক কবিতা-কবি সাংবাদিক কামরুল হাসান বাদল