৫ হাজার ৬০০ কোটি টাকার জলাবদ্ধতা নিরসনে প্রকল্প এর খরচে মিলছে না সুফল।। মেগা প্রকল্পের কাজ চলছে ঢিমেতালে। নির্ধারিত মেয়াদে প্রকল্পের কাজ শেষ না হওয়ায়
এবারও ডুবছে- আবারো ডুববে চট্টগ্রাম।জলাবদ্ধতার অভিশাপ থেকে চট্টগ্রামবাসীর মুক্তি মিলবে কি না— তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।জলাবদ্ধতা নিরসনে নেওয়া মেগা প্রকল্পের কাজের ধীরগতি এবারের বর্ষায়ও জোয়ারের পানিতে ডুববে চট্টগ্রাম নগরী। বৃষ্টির সময় অনেক বেশি জনদুর্ভোগের সৃষ্টি হবে এ বছর।মাত্র আধা ঘণ্টার বৃষ্টিতে দুর্ভোগ সঙ্গী করে কাটাতে হয়েছে নগরবাসীকে। এদিকে চলতি বছরও বর্ষা মৌসুম জলাবদ্ধতার দুর্ভোগ সঙ্গী করে কাটাতে হবে নগরবাসীকে। নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর, জিইসি মোড়, চকবাজার, আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, হালিশহর, গোসাইলডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিতে কয়েক দফা হাঁটু থেকে কোমর সমান পানি উঠেছে। দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জ চাক্তাই এলাকার ব্যবসায়ীদের জন্য বর্ষা মৌসুম এক অভিশাপের নাম। আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, বাকলিয়া মৌসুমি আবাসিক এলাকার বাসিন্দারা বর্ষায় জলাবদ্ধতার সঙ্গে যুদ্ধ করেই মৌসুম পার করেন। শুক্রবারও ভারি বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়।