ব্রেকিং নিউজ »ছুটি শেষে নগরে ফিরছে মানুষ,এখনও বন্ধ মার্কেট দোকনপাট ।

বৃহস্পতিবার ২০ মে জ্যৈষ্ঠ ৫ » ঈদের ছুটি শেষে জীবিকার নগরে ফিরতে শুরু করেছে মানুষ । আবারও ধীরে ধীরে সচল হচ্ছে , ফিরছে নগর চেনা রূপে। অবশ্য নগরীতে ফিরে আসা মানুষের সংখ্যা এখনো অনেক কম। আজও চট্টগ্রাম নগরীতে তেমন সরব হয়নি মার্কেট, শপিংমল, দোকানপাট এখনও বন্ধ রয়েছে। ঈদের ছুটির আমেজ লক্ষ্য করা গেছে নগরীর ব্যাবসা প্রতিষ্টান। নগরীর প্রধান প্রধান সড়কে গত দুদিনের তুলনায় গণপরিবহনসহ বিভিন্ন ধরনের অধিক সংখ্যক যানবাহন চলাচল করতে দেখা যায়। সরেজমিন বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে যানবাহনের চাপ বেড়েছে।যানবাহনের সংখ্যা বাড়লেও চট্টগ্রামজুড়ে এখনও ঈদের আমেজ রয়ে গেছে। মার্কেট ও শপিং মল এখনও বন্ধ রয়েছে। তবে ফুটপাতের পাশে কিছু কিছু দোকানিকে বিক্রির আশায় পণ্য সাজিয়ে নিয়ে বসে থাকতে দেখা গেছে।
স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে কর্মব্যস্ত নগরে ফিরতে শুরু করে রোববার কর্মস্থলে যোগদিতে শনিবার বিকেল থেকেই ফিরতে শুরু করেন।অনেকেই ৩ দিনের সরকারি সাধারণ ছুটির সঙ্গে বাড়তি ছুটি

নিয়ে এখনো নিজ জেলাতেই অবস্থান করছেন। তবে চট্রগ্রাম নগরের পথে মানুষের সংখ্যা কম হলেও দুর্ভোগ কমছে না- নানা কারণে। বাড়ি যাওয়ার মতোই আসার পথেও নানা ভোগান্তি পোহাতে হচ্ছে।বিভিন্ন জেলা ও নগরীর পাশ্ববর্তী উপজেলা থেকে নগরীতে প্রবেশ করে মানুষের ভিড় দেখা গেছে।শহরমুখি মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের ছুটিতে বাড়িতে পরিবহন ব্যবস্থা নিয়ে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। পাশপাশি নির্দিষ্ট ভাড়ার কয়েকগুণ বেশি দিতে হয়েছে।নানা অযুহাতে পাঁচগুণ পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করেছে পরিবহনে। নগরে ফেরার সময়ও একইভাবে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। সিএনজি অটো রিকসায় ভাড়া পাঁচগুণ পর্যন্ত আদায় করা হয়েছে নগরীতে এমন অভিযোগ করে বলেন আবদুল্লাহ ,মানুন দেশে নিয়মের কোন বালাই নেই। যার যেমন খুশি তেমন করছে। সরজমিন ঘুরে উত্তর চট্টগ্রামের রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি ও দুই পার্বত্য জেলার বাসষ্টেশন অক্সিজেন, দক্ষিণ চট্টগ্রামের সাত উপজেলাসহ পর্যটননগরী কক্সবাজারের বাসষ্টেশন শাহ আমানত ব্রীজে ঘরফিরা মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে