ব্রেকিং নিউজ »ঘূর্ণিঝড় ‘‌ইয়াসের’‌ দাপটে ফুঁসছে সমুদ্র, যা রীতিমতো ভয় ধরাচ্ছে

সঞ্চিতা সেন গুপ্তা কলকাতা থেকে » সমুদ্র,ইয়াস আছড়ে পড়ার আগেই তার দাপট অনুভূত হচ্ছে নির্ধারিত সময়ের আগেই বালাসোরের দক্ষিণে আছড়ে পড়ল ‘‌ইয়াস’‌। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘‌ইয়াস’‌ ঘণ্টায় ১৫৫ কিমি গতিবেগে আছড়ে পড়ে। প্রায় ৩ ঘণ্টা ধরে চলবে এই ল্যান্ডফল, বলে জানাচ্ছে মৌসম ভবন। সকাল সাড়ে ৯টা নাগাদ শুরু হয় এই ল্যান্ডফল। ঝোড়ো হাওয়ার তাণ্ডব শুরু হয়। সঙ্গে তুমুল বৃষ্টি। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে মোটামুটি ১৩০-‌১৪০ কিমি। সর্বোচ্চ গতিবেগ ১৫৫ কিমি। এই মুহূর্তে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস দিঘা থেকে রয়েছে ৬০ কিমি দূরে। দিঘার সমুদ্র খুবই উত্তাল হয়ে উঠছে। দিঘায় শুরু হয়েছে প্রবল ঝোড়ো হাওয়া আর বৃষ্টি সঙ্গে দিঘার সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসে ডুবছে। ইয়াস আছড়ে পড়ার আগেই তার দাপট অনুভূত হচ্ছে দিঘায়। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড়ের দমকা হাওয়া যা ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার। ল্যান্ডফলের সময় ইয়াসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫৫ ১৮০ কিলোমিটার। ওড়িশার ধামড়া ও বালাসোরের মাঝে আছড়ে পড়ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘‌ইয়াস’‌। বালাসোর থেকে ৭০ কিমি দূরে ইতিমধ্যেই ঘণ্টায় ১২ কিমি গতিতে এগোচ্ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘‌ইয়াস’‌। ওড়িশার ধামড়ায় শুরু হয়ছে প্রবল ঝোড়ো হাওয়া আর প্রবল জলোচ্ছ্বাস সঙ্গে বৃষ্টি। বালাসোরেও শুরু হয়েছে প্রবল ঝড় এবং বৃষ্টি। শহর কলকাতাতেও ভোর থেকেই চলছে বৃষ্টি ও ঝড় শুরু হয়ে গিয়েছে। রাজ্যের অধিকাংশ জেলাতেই শুরু হয়েছে ঝড়ের দমকা হাওয়া সহ বৃষ্টি। আবহাওয়াবিদদের মতে, সকাল ১১ টা থেকে ১২ টার মধ্যে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ইয়াসের দাপটে উত্তাল হয়ে উঠেছে সাগর। সাগরদ্বীপ, ফ্রেজারগঞ্জে গভীর রাত থেকেই চলছে বৃষ্টি। ঝোড়ো হাওয়া বইছে। সমুদ্রে জলোচ্ছ্বাস বাড়ছে। ফলে নদীবাঁধ ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদরা। এ রাজ্যের দিঘা থেকে এখনও ৬০ কিমি দূরে অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘‌ইয়াস’‌। ইতিমধ্যেই ওড়িশার ধামড়া, বালাসোরে প্রবল বৃষ্টি হচ্ছে। ফুঁসছে সমুদ্র। যা রীতিমতো ভয় ধরাচ্ছে সেখানকার মানুষজনের মনে। সমুদ্রের জল ঢুকছে গ্রামগুলিতে। চাষের জমি পুরো জলের তলায়। এ রাজ্যের দিঘাতেও থাবা বসাচ্ছে ‘‌ইয়াস’‌। সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস চলছে। দিঘায় যেভাবে জল ঢুকছে তাতে আতঙ্কিত মানুষজন। তবে হাওয়া অফিস জানাচ্ছে আজ দুপুরের মধ্যেই এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘‌ইয়াস’‌ ওড়িশার পারাদ্বীপ ও বাংলার সাগরদ্বীপের মধ্যে ওড়িশার বালাসোরের দক্ষিণ এবং ধামড়ার উত্তর দিক দিয়ে অতিক্রহম করে যাবে। তারপর এই ঘূর্ণিঝড় যাবে ঝাড়খণ্ডের দিকে।