গণমুখী এবং জনবান্ধব, তবে এবারের বাজেটটা অত্যন্ত চ্যালেঞ্জিং

বৃহস্পতিবার (৩ জুন)আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জাতীয় সংসদে দেওয়া বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অত্যন্ত চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেন। বলেন, তিনি করোনা মহামারির কারণে সারাবিশ্বে অর্থনীতি যখন বিপর্যস্ত, তখন মহামারির ঘাত প্রতিঘাত কাটিয়ে অর্থনীতিকে আরও বেগবান, আরও সচল করার জন্য এই বাজেট পেশ করা হয়েছে।

তিনি বলেন,আমরা মনে করি এই বাজেট অত্যন্ত ভালো, গণমুখী এবং জনবান্ধব বাজেট। তবে এবারের বাজেটটা অত্যন্ত চ্যালেঞ্জিং। প্রস্তাবিত বাজেট অনুমোদনে বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাজেটে সম্মতি জানিয়ে স্বাক্ষর দেন। এরপর ২০২১-২২ অর্থবছরের ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট সংসদে পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।