বিমান বাহিনীর নতুন প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান

নবনিযুক্ত বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান শনিবার দায়িত্বভার গ্রহণ করেন। তিনি মাসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হলেন। এসময় বিমান বাহিনীর সদরদপ্তরে বাহিনী প্রধানের কার্যালয়ে নবনিযুক্ত বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেন।

অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বিদায়ী বিমান বাহিনী প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন, জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।

এ ছাড়াও তিনি শিখা অনির্বানে পুস্পস্তবক অর্পন করেন। বিমান সদর ত্যাগ করার আগে বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করে।