কুমিল্লা সদর দক্ষিণে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। আজ শুক্রবার (১৮ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড়কানন নামকস্থানে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ময়নামতি হাইওয়ে থানার এসআই আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরকানন ইউটার্নে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান। নিহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।