বাবা দুটি অক্ষরের এই একটি শব্দ দিয়ে প্রকাশিত হয় সন্তানের সঙ্গে অকৃত্রিম এক সম্পর্ক বাবা আমার চলার পথের সবচেয়ে বড় শক্তি, অনুপ্রেরণা তিনি ছিলেন একদম বন্ধু প্রকৃতির।শিক্ষার প্রতি নিষ্ঠা, সততা ও যুক্তি আমাকে নিরন্তর অনুপ্রেরণা জোগাত। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস ও তার চর্চা করে। অসাম্প্রদায়িক চেতনায় বাসযোগ্য সমাজ ও মানুষ গড়ার কারিগর আমার বাবা তিনি কখনোই তার ইচ্ছা অনিচ্ছা সমাজ ও তার সন্তান্দের ওপরে চাপিয়ে দিতে চেষ্টা করেননি। কিন্তু আজ আমি গর্বের সাথে বলতে পারি তার আদর্শ এবং শিক্ষা আমার এই জীবনের পথচলায় এক অপরিসীম শক্তি।তাই শেষ করার আগে বলতে চাই, বাবার জন্য আমাদের অনুভূতি প্রতিদিনকার। বাবা আমাদের আদর্শ। কারো কাছে বাবা অনুপ্রেরণা। কারো কাছে গর্ব। সব মিলিয়ে আমাদের জীবনের সব জায়গাজুড়ে থাকেন বাবা। বাবাকে বিশেষভাবে একটা দিন খুশি করার জন্য বাবা দিবস উপলক্ষ মাত্র। তাই এ বছর বাবা দিবসে পৃথিবীর সব বাবার জন্য রইল শুভেচ্ছা।
আন্তর্জাতিক বাবা দিবসে এবং আমার বাবার ৩য় মৃত্যুবার্ষিকীতে আমি পৃথিবীর সব বাবার প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করলাম।
ভালো থেকো বাবা আমার