যুক্তরাষ্ট্র করোনার জরুরি চিকিৎসা সরঞ্জাম দিয়েছে

করোনা মোকাবিলায় বাংলাদেশকে জরুরি চিকিৎসা সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়ার কাছে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার।

মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি’র মাধ্যমে দেয়া ৩০ লাখ মার্কিন ডলারের চিকিৎসা সরঞ্জামের মধ্যে রয়েছে পিপিই, কোভিড-১৯ পরীক্ষাগারের যন্ত্রপাতি, অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ।

এ সময় জানানো হয়, সাম্প্রতিক সময়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় এসব সামগ্রী পাঠানো হবে দেশের সীমান্ত জেলাগুলোতে। এর আগে, মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের কার্যক্রমকে জোরদার করতে কয়েকবার বিভিন্ন ধরনের চিকিৎসা সামগ্রী দেয় যুক্তরাষ্ট্র