চট্টগ্রামে কঠোর লকডাউনে’র ৩ দিনে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা উপেক্ষিত

পথে প্রান্তরের সংবাদ »ভিন্ন চোখে-সরেজমিন ঘুরে নগরের বাকলিয়ায়


চট্টগ্রামে চলছে কঠোর লকডাউনরমণ নিয়ন্ত্রণে আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে দেশে শুরু হয়েছে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত সাতদিনের কঠোর লকডাউনের প্রথম ২দিনে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ (৩জুলাই) সকালে অনেক এলাকায় লকডাউন কেমন হচ্ছে- তা নিয়ে কৌতূহল-উৎসুকে আছে অনেকে।স্বাস্থ্যবিধি মানার প্রবণতা উধাও ছিল এসময় অযথা বাসার বাইরে বের হওয়ায়, দোকান খোলা রাখাসহ মাক্স পরাছাড়া বাহির ঘুরাঘুরি করছে লোকজন এস কর্মে শারীরিক নিরাপদ দূরত্ব মানার প্রবণতা উপেক্ষিত হচ্ছে । এসবে লকডাউনে সংক্রমণ কমেনি, কোথাও কোথাও বেড়েছে। স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাকেও দায়ী করেছেন বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা। নগরের বাকলিয়ার কালামিয়া বাজার খাজুরতলী, খাজা হোটেল এলাকা প্রতি মুহূর্তে সর্বত্রই স্বাস্থ্যবিধি না মানার হিড়িক পড়েছে।অনেকের মাস্ক পরার প্রবণতা বাড়লেও মানতে দেখা যায়নি সামাজিক দূরত্ব। প্রতিবেদন নিয়ন।