সরেজমিন ঘুরে নগরে
করোনার ক্রমবর্ধিষ্ণু প্রকোপ ঠেকাতে কঠোর লকডাউনের ৩ দিন শনিবার (৩ জুলাই) চলছে চট্টগ্রামে। নগরীর রাস্তাঘাটে মানুষ বের হলেই আইনশৃংখলা বাহিনীর প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। (৩ জুলাই) ভোর থেকে নগরের বিভিন্ন প্রবেশপথে তল্লাশি শুরু করে সেনাবাহিনী সহ আইন শৃংখ্যলা বহিনী। রাজপথে লোকজনের চলাচলও অপেক্ষাকৃত কম।
লকডাউন সঠিকভাবে নিশ্চিতের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সেনাবাহিনীর ৬টি টিম কাজ করছে। বিজিবির ৬টি টিমও নগরজুড়ে টহল দিচ্ছে। মাঠে আছে পর্যাপ্ত পুলিশ ফোর্স। জেলা প্রশাসনের ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন। উপজেলা পর্যায়েও আইনশৃঙ্খলা বাহিনির পাশাপাশি দায়িত্বে আছেন সরকারি কর্মকর্তাগণ।চট্টগ্রাম জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৭টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা করেছে। তৃতীয় দিনে লোকের ভিড় নেই বললেই চলে। সকালে পাড়া, মহল্লায় হাট-বাজারের জন্য কিছু লোক বের হলেও তারপরই মুষলধারা বৃষ্টির তোড়ে লোকজন ঘরে ফিরে আসে।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটাও কমে যায়। আর কিছু যানবাহন সড়কে চলে।প্রধান সড়কে অতি জরুরি কাজের জন্য স্বল্প সংখ্যক মানুষই পথে বের হচ্ছেন। যানবাহনও কম। লকডাউনে তৃতীয় দিনে নিথর চট্টগ্রামে প্রধান প্রধান সড়ক দৃশ্যত ফাঁকা। শুনশান চারপাশ