চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে রোববার নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে নগরীর ষোলশহর, পলিটেকনিক এলাকা, রুবি গেইট, টেক্সটাইল, বাংলাবাজার, শেরশাহ কলোনী, বায়েজিদ বোস্তামী এলাকা, অক্সিজেন মোড় ,জালালাবাদ, বালুছড়া, আতুরার ডিপো, হামজারবাগ, বিবিরহাট ও মুরাদপুর এলাকায় করোনাভাইরাস জনিত রোগের বিস্তার রোধে সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করায় ০৭ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ১ হাজার ১ শত টাকা জরিমানা করা হয়। অভিযানকালে মাস্ক বিতরন করা হয় এবং নগরবাসীকে করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয়।
আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা এবং দায়রা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা,কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগনকে সহায়তা প্রদান করেন