আবু আহমেদ চৌধুরী না ফেরার দেশে(সাবেক সরকারি কর্মকর্তা)

সাবেক সরকারি কর্মকর্তা আবু আহমেদ চৌধুরী আজ বুধবার ০৭ জুলাই ২২ আষাঢ় পৃথিবীর সকল বন্ধন মায়া ত্যাগ করে ভোরে চলে গেলেন না ফেরার দেশে । হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধিন অবস্হায় তিনি ইন্তেকাল করেন

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)তিনি আলোর কণ্ঠের অন্যতম কর্ণধার (সাবেক ভিপি সরকারী সিটি কলেজ ) নগর ছাত্রনেতা ও ২০ দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নাজনূল বরাত রনির শ্বশুর
।মরহুম এর মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ
করেন,আলোর কণ্ঠ ও বসুন্ধরা আমরা রসেল চট্রগাম বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর ,চট্রগ্রাম সমন্বিত মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সমবেদনা জানান ও পরিবার বিদেহী আত্মার শান্তি কামনা করেন পক্ষ থেকে
মরহুম এর মৃত্যতে মরহুমের আপনজন পরিবারবর্গ ও
আত্নীয় স্বজন এর প্রতি গভীরভাবে সমবেদনা জানান।