সাবেক সরকারি কর্মকর্তা আবু আহমেদ চৌধুরী আজ বুধবার ০৭ জুলাই ২২ আষাঢ় পৃথিবীর সকল বন্ধন মায়া ত্যাগ করে ভোরে চলে গেলেন না ফেরার দেশে । হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধিন অবস্হায় তিনি ইন্তেকাল করেন
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)তিনি আলোর কণ্ঠের অন্যতম কর্ণধার (সাবেক ভিপি সরকারী সিটি কলেজ ) নগর ছাত্রনেতা ও ২০ দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নাজনূল বরাত রনির শ্বশুর
।মরহুম এর মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ
করেন,আলোর কণ্ঠ ও বসুন্ধরা আমরা রসেল চট্রগাম বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর ,চট্রগ্রাম সমন্বিত মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সমবেদনা জানান ও পরিবার বিদেহী আত্মার শান্তি কামনা করেন পক্ষ থেকে
মরহুম এর মৃত্যতে মরহুমের আপনজন পরিবারবর্গ ও
আত্নীয় স্বজন এর প্রতি গভীরভাবে সমবেদনা জানান।