নওগাঁয় করোনার অস্থিত্ব ৪১ আরও ৩ জনের মৃত্যু

নওগাঁয় সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ ব্যাক্তির মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিদের মধ্যে একজন নওগাঁ সদর উপজেলার, একজন রানীগর উপজেলার এবং অপরজন আত্রাই উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট মৃত ব্যক্তির সংখ্যা হলো ৯৯ জন। এই চব্বিশ ঘন্টায় জেলায় ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ সময় মোট ২১৭ জনের নমুনা পরীক্ষা করে এই ৪১ ব্যক্তির শরীরে করোনার অস্থিত্ব পাওয়া গেছে। আক্রান্তের হার ১৮ দশমিক ৮৯ শতাংশ।

উপজেলা ভিত্তিক আক্রান্ত- নওগাঁ সদর উপজেলায় ১০ জন, রানীনগর উপজেলায় ৪ জন, আত্রাই উপজেলায় ৩ জন, মহাদেবপুর উপজেলায় ৫ জন, মান্দা উপজেলায় ৩ জন, বদলগাছি উপজেলায় ৭ জন, পত্নীতলা উপজেলায় ৩ জন, সাপাহার উপজেলায় ১ জন এবং পোরশা উপজেলায় ১জন।

এ সময় সুস্থ হয়েছেন ৫৫ জন এবং সর্বমোট সুস্থ হওয়া ব্যাক্তি ৩৯৮৪ জন। সুস্থ হওয়ার পর বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রয়েছেন ১ হাজার ৫৭ জন।

তাদের মধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন এবং বাঁকীরা স্ব স্ব বাড়িতে থেকে চিকিৎসকরে পরামর্শ অনুযায়ী চিকিৎসাসেবা গ্রহণ করছেন।

এই ২৪ ঘন্টায় নতুন করে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে ৩০০ জনকে এবং এ পর্যন্ত মোট কোয়রেন্টিনে নেয়া হয় ৩০ হাজার ৩শ’ ৭৭জনকে।