বাজারে হঠাৎ করে অস্বাভাবিকভাবে বেড়েছে কাঁচামরিচ মাছের দাম
বাজারে হঠাৎ করেই বেড়েছে কাঁচামরিচের দাম। শনিবার (৭ আগস্ট)বাজার ঘুরে দেখা , এই পণ্যের দাম বেড়েছে ২০০-২২০ ভাগ। তবে এক সপ্তাহের মাথায় কেনো হঠাৎ করে এতটা দাম বেড়েছে, এর সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি বিক্রেতারা।
এক সপ্তাহ আগে যেখানে এক কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে ৫০ টাকার মধ্যে, সেখানে বর্তমান দাম পড়ছে ২০০ থেকে ২২০টাকা। এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ কেজিতে ১৪০ থেকে ১৫০ টাকা দাম বেড়েছে। হঠাৎ করে অস্বাভাবিকভাবে বাড়া দামের কারণ জানতে চাইলে দোকানিরা জানালেন, কয়েকদিনের বৃষ্টিতে মরিচ নষ্ট হয়েছে ক্ষেতে। পাশাপাশি লকডাউনের কারণে পরিবহন সংকটের কারণেও সরবরাহে বিঘ্নের কথা বলেছেন বিক্রেতারা।বাজারের অন্যান্য সবজির মধ্যে ঢেঁড়স, করলা, বেগুন,পেঁপে শসার দামও কেজিতে ১৫-২০ টাকা বেড়েছে। এই ব্যাপারেও বিক্রেতারা সরবরাহ ঘাটতির দাবি করছেন। কিন্তু ক্রেতারা বলছেন ভিন্ন কথা। ক্রেতাদের দাবি, বাজারে অন্যদিনের মতো যথেষ্ঠ পরিমাণে সবজির সরবরাহ রয়েছে। তারপরও দাম বাড়িয়েছে বিক্রেতারা।বাজারে গোশতের দোকানে ভিড় নেই। সব গোশতের দোকান খোলেওনি। মাছ বাজারে ক্রেতাদের চাপ রয়েছে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে নদী ও চাষের সব ধরনের মাছ। বেড়েছে ইলিশের দাম। কেজি ওজনের প্রতিপিস রূপালী ইলিশ মাছের দাম ১২০০ থেকে ১৩০০ টাকা। তবে আগামী সপ্তাহ থেকে ইলিশের সরবরাহ বাড়লে দামও কমবে বলে জানিয়েছেন বিক্রেতারা।তবে মুরগির দাম কমছে। গত সপ্তাহে বিক্রি হওয়া একই সাইজের মুরগি ৫০০ টাকার বদলে আজ বিক্রি হচ্ছে ৪৫০ টাকা। ব্রয়লার মুরগি কেজিতে ১৫ থেকে ২০ টাকা কমে ১৩০ থেকে ১৩৫ টাকা। সোনালী মুরগি ২২০ থেকে ২২৫ টাকায় বিক্রি হচ্ছে।
হঠাৎ করেই ডজনে ১০ টাকা বেড়েছে ডিমের দাম। আজ ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১০ টাকা।
রিয়াজউদ্দিন বাজারে প্রতি কেজি দেশি শসা ৫০ থেকে ৫৫ টাকা, বরবটি ৫৫ থেকে ৬০ টাকা, কাঁকরোল ৫৫ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৫০ টাতা, মূলা ৬০ টাকা, দেশি গাজর ৪০ টাকা, পটল ৪০ টাকা, পেঁপে ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে। সবুজ ক্যাপসিকামের দাম কেজি ১৬০-৮০ টাকা। আর লাল-হলুদ ক্যাপসিকেমের দাম ৩০০ থেকে ৩৫০ টাকারুই-কাতলার কেজি পড়ছে ৩৫০ থেকে ৪০০ টাকা। তেলাপিয়া ১৪০ থেকে ১৫০ টাকা, পাবদা ৪০০ টাকা, বোয়াল ৫০০ টাতা, দেশি টেংরা ৬০০ থেকে ৬৫০ টাকা, বিভিন্ন রকমের চিংড়ি ৬০০ থেকে ৮০০ টাকা, রূপচাঁদা ১ হাজার টাকা। চাষের মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বাড়লেও নদীর মাছের দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা পর্যন্ত।