রুহিয়ায় দেয়া হচ্ছে করোনা টিকা,মানছেনা স্বাস্থ্যবিধি
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ করোনা সংক্রামন ঠেকাতে ঠাকুরগাঁওয়ে দেয়া হচ্ছে করোনা টিকা। ৭ আগষ্ট শনিবার সকাল ৯টা থেকে একযোগে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে মানুষদের ভোটার আইডি কার্ড দেখে প্রদান করা হয় করোনা টিকা। সদর উপজেলা ঢোলারহাট ইউনিয়ন কার্যালয়ে বিভিন্ন বয়স্ক নারী পুরুষ ও প্রাপ্ত বয়স্কদের রেজিষ্ট্রেশনের মাধ্যমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে টিকা প্রদান করা হচ্ছে। ভোগান্তি ছাড়াই টিকা দিতে পেয়ে স্থানীয়রা খুশি হলেও কেউ মানছেনা সাস্থ্যবিধি তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোন তেমন তদারকি।
ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সিমান্ত কুমার বর্মন (নির্মল) জানান, সরকারের উদ্যোগে ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ের মানুষকে কোরনার টিকা প্রদান করায় মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। আমরা চাই করোনা মহামারি ঠেকাতে এভাবে ইউনিয়নের প্রতিটি মানুষকে যেন টিকার আওতায় আনতে পারি। সে কারনে সরকারের এ কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা একযোগে পৌরসভাসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়নে টিকা কার্যক্রম শুরু করেছি। এতে সাধারণ মানুষ স্বাচ্ছন্দে টিকা গ্রহন করতে পারছে। পর্যায়ক্রয়ে সকলেই এ টিকার আওতায় আসবে।