কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৭
কক্সবাজারের চকরিয়ায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে শিশুসহ সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত দুইজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রোববার (১৫ আগস্ট)সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভেণ্ডিবাজার এলাকায় গ্রিন ভ্যালি কমিউনিটি সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।