অধ্যাপক “ডাঃ সন্দীপন দাশ” না ফেরার দেশে
জীবনে অনেকের উপকার করতে গিয়ে নিজের জীবনের প্রতি খেয়াল করলেন না। সকলের হৃদয়টা ভেঙে দিয়ে চিরতরে চলে গেলেন না ফেরার দেশে আমাদের অতি প্রিয় আপনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক “ডাঃ সন্দীপন দাশ”।
তিনি করোনা কালেও নিজের জীবন বাজি রেখে মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখে চলেছেন। তিনি বিনে পয়সায় কত গরিবের চিকিৎসা করেছেন জীবনে তার কোনো শেষ নেই । আর সে মানবিক মানুষটি আজ সোমবার ১৬ আগস্ট ৩১শ্রাবণ কিছুক্ষণ আগে না ফেরার দেশে বিদায় নিলেন ।