ন্যায্যমূল্যে পণ্য কিনতে দীর্ঘ লাইনে ও ভোগান্তি

ন্যায্যমূল্যে পণ্য কিনতে দীর্ঘ লাইনে ও ভোগান্তি
মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলমান কঠোর লকডাউনে কাজহীন হয়ে পড়েছে স্বল্প আয়ের অনেকেই। বিভিন্ন এলাকায় এমন অনেকেই ন্যায্য মূল্যে টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে ভিড় জমাচ্ছেন।জনপ্রতি ১কেজি করে চাউল চিনি তেল

তবে চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় দীর্ঘ সময় লাইনে থেকেও কেউ কেউ ফেরত যাচ্ছেন ‘পণ্য নাই’ শুনে। স্বল্প আয়ের মানুষকে সুফল দিতে বরাদ্দ বাড়াতে টিসিবির প্রতি দাবিও জানাচ্ছেন তারা।| সকাল থেকেই এখানে ভিড় কয়েকশ মানুষের। বেশিরভাগই স্বল্প আয়ের নারী পুরুষ। কথা বলে জানা গেল টিসিবির ট্রাক থেকে নিত্যপণ্য কিনতেই তাদের এই জটলা।টিসিবির ট্রাক কখন আসবে সেই তথ্য না জানলেও তারা আগেভাগেই লাইন ধরেছেন। অনেকে আবার লাইনে ইট রেখে নিজের অবস্থান নিশ্চিত করার চেষ্টা করেছেন।কয়েকটি পয়েন্টে টিসিবির পণ্য কিনতে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পণ্য নিয়ে গাড়িগুলো সময় মতো আসছে না। ফলে তারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে ভোগান্তির শিকার হচ্চেন। আবার দাঁড়িয়ে থাকার পর পণ্য ফেুরিয়ে যাওয়ায় অনেকেই খালি হাতে ফিরছেন।