বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর দামপাড়া পুলিশ লাইনসের মাল্টিপারপাস সেডে চট্টগ্রাম নগরীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সিএমপির নবাগত কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, অপরাধী সে যেই হোক, কাউকেই ছাড় দেয়া হবে না। সে যদি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হয়, তাকেও ছাড়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।
পুলিশ কমিশনার বলেন, নগরবাসীকে সেবা দিতে যা যা করা প্রয়োজন বা যেভাবে কাজ করলে নগরবাসী সন্তুষ্ট থাকবেন এবং নিরাপদ থাকবেন, তার সবটুকুই করবে নগর পুলিশ। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যেকোনো পরিস্থিতিতে নগরবাসীকে নিরাপদ রাখতে সিএমপিকে ঢেলে সাজানো হবে। পাশাপাশি পুলিশের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে ডিজিটালাইজড করা হবে। এ ডিজিটালাইজড করা হলে সহজেই নগরবাসী পুলিশের সকল ইউনিট থেকে সহজেই সেবা পাবেন।
সিএমপি পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের তিন দিন পর এটিই সাংবাদিকদের সঙ্গে সালেহ্ মোহাম্মদ তানভীরের প্রথম মতবিনিময় সভা। মতবিনিময় সভায় সিএমপি কমিশনার পুলিশের সব ধরণের কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সিএমপি কমিশনার আরো বলেন, চট্টগ্রাম শহরের ট্রাফিক ম্যানেজমেন্ট পরিবর্তন আনতে সকলের সহযোগিতা একান্ত কাম্য। একই সাথে থানাগুলোর কার্যক্রম আরো গতিশীল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস এম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ৩২ মাস পর গত ৭ সেপ্টেম্বর সিএমপিতে ৩০ তম পুলিশ কমিশনার হিসেবেই প্রত্যাবর্তন করেছেন সালেহ মোহাম্মদ তানভীর। ২০১৮ সালের জানুয়ারিতে অতিরিক্ত কমিশনার হিসেবে সিএমপি থেকে বিদায় নেওয়া এ শীর্ষ কর্মকর্তা এবার এসেছেন সিএমপির শীর্ষ পদে আসীন হয়ে। এর মধ্য দিয়ে বিদায়ী কমিশনার মাহবুবর রহমানের স্থলাভিষিক্ত হলেন তিনি।