আগামী ৭ সেপ্টেম্বর থেকে চসিকর শুরু হচ্ছে দ্বিতীয় ডোজের গণটিকা
আব্দুল্লাহ আল মামুনঃ চট্টগ্রাম সিটি করপোরেশন ওয়ার্ডগুলোতে আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে করোনার দ্বিতীয় ডোজের গণটিকাদান কর্মসূচি।
গত ৭ আগস্ট যারা প্রথম ডোজ নিয়েছেন শুধু তাদের দ্বিতীয় ডোজের জন্য মঙ্গলবার সকাল ৯টায় পূর্বের নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে।
এছাড়া দ্বিতীয় ডোজ গণটিকার জন্য কারো কাছে এসএমএস পাঠানো হবে না। প্রথম ডোজের টিকা যে কেন্দ্রে দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজের টিকাও একই কেন্দ্রে দেওয়া হবে। আসার সময় অবশ্যই টিকা কার্ড সঙ্গে আনতে হবে।
এদিকে রোববার (৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামে এসে পৌঁছায় সিনোফার্মার ২ লাখ ৫৫ হাজার ডোজ টিকা এবং দ্বিতীয় ডোজের জন্য মডার্নার ৫৮ হাজার ৮০০ ডোজ টিকা।