চট্টগ্রামসহ সারাদেশে একযোগে অভিযান দালালদের আটক
বিপ্লব সেনঃ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয় ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ২৭ দালালকে আটক করেছে র্যাব-৭।
এ সময় চট্টগ্রাম মেডিকেল থেকে ৭ জন এবং বিআরটিএ থেকে ২০ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল-জরিমানা করা হয়।
রোববার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় এ অভিযান পরিচালনা করে র্যাব-৭। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদের সহযোগিতা করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে ৭ দালালকে আটক করা হয়। তাদের দুইজনকে অর্থদণ্ড এবং ৫ জনকে জেল দেওয়া হয়েছে।
বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন নাদির এবং চট্টগ্রাম মেডিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিক।